বিচিত্র যত ডাইনোসর
অনীশ দাস অপু
আমি বা আপনি, পৃথিবীর কোনো মানুষই আজ পর্যন্ত ডাইনোসর দেখেননি । আজ অবধি ডাইনোসর সম্পর্কে জা কিছু জানা গেছে তা সবই বিজ্ঞানীদের আবিস্কার থেকে । সবথেকে আশ্চর্য বিষয় হল এই যে আধুনিক মানুষ (Modern Human) পৃথিবীতে বাস করছে প্রায় 300,000 বছর ধরে (Wiki Link) । কিন্তু ডাইনোসরদের সময়কাল ছিল ২৫২ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে পর্যন্ত (Wiki Link) । লেখকের কথা অনুযায়ী, ডাইনোসররা খুব একটা চালাক বা চতুর প্রানী ছিলনা ।
তবুও তারা ১৬০ মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে এই পৃথিবীতে সফল ভাবে রাজত্ব করে গেছে । সমস্ত প্রজাতির ডাইনসরের জীবাশ্ম হয়ত বা এখনও অবধি আবিস্কার হয়নি । বিজ্ঞানীদের হিসেবে গননা হওয়া ডাইনোসরের প্রজাতি সংখ্যা ৩৫০ । সঠিক হিসেবটা হয়ত কোনোদিনই পাওয়া যাবেনা কারন এমনও হতে পারে যে বহু প্রজাতির ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে যাদের জীবাশ্ম খুঁজে পাওয়া যায়নি । কিন্তু টিকে থাকার বিচারে প্রানী হিসেবে ডাইনোসর কিন্তু মানুষের চেয়ে এখনও অবধি বেশি সফল ।
No comments:
Post a Comment