Wednesday, November 27, 2024

Bichitro Joto Dinosaur By Anish Das Apu

 বিচিত্র যত ডাইনোসর 

অনীশ দাস অপু

Anish Das Apu Bengali PDF Books


আমি বা আপনি, পৃথিবীর কোনো মানুষই আজ পর্যন্ত ডাইনোসর দেখেননি । আজ অবধি ডাইনোসর সম্পর্কে জা কিছু জানা গেছে তা সবই বিজ্ঞানীদের আবিস্কার থেকে । সবথেকে আশ্চর্য বিষয় হল এই যে আধুনিক মানুষ (Modern Human) পৃথিবীতে বাস করছে প্রায় 300,000 বছর ধরে (Wiki Link) । কিন্তু ডাইনোসরদের সময়কাল ছিল ২৫২ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে পর্যন্ত (Wiki Link) । লেখকের কথা অনুযায়ী, ডাইনোসররা খুব একটা চালাক বা চতুর প্রানী ছিলনা ।



তবুও তারা ১৬০ মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে এই পৃথিবীতে সফল ভাবে রাজত্ব করে গেছে । সমস্ত প্রজাতির ডাইনসরের জীবাশ্ম হয়ত বা এখনও অবধি আবিস্কার হয়নি । বিজ্ঞানীদের হিসেবে গননা হওয়া ডাইনোসরের প্রজাতি সংখ্যা ৩৫০ । সঠিক হিসেবটা হয়ত কোনোদিনই পাওয়া যাবেনা কারন এমনও হতে পারে যে বহু প্রজাতির ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে যাদের জীবাশ্ম খুঁজে পাওয়া যায়নি । কিন্তু টিকে থাকার বিচারে প্রানী হিসেবে ডাইনোসর কিন্তু মানুষের চেয়ে এখনও অবধি বেশি সফল ।



No comments:

Post a Comment