আঁধার রাতের অতিথি
সুনীল গঙ্গোপাধ্যায়
![]() |
Andhar Raater Otithi By Sunil Gangopadhyay Bengali Horror Story PDF E-book |
Andhar Raater Otithi By Sunil Gangopadhyay Bengali Horror Story PDF E-book.
নিতাই ভয় পাওয়া গলায় বলল, " ও ঠাকুর, ঐ দ্যাখো ! ওরে বাপ রে বাপ্ ! এবার বুঝি প্রাণটা গেল !" বিশু ঠাকুর একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন, নিতাইয়ের কথা শুনে চমকে মুখ তুলে তাকালেন । নিতাই আর কালু শেখকে নিয়ে তিনি মিশমিশে অন্ধকারের মধ্য দিয়ে হেঁটে আসছিলেন । বিকেলবেলা তিনি গিয়েছিলেন মল্লিকপুরের হাটে । ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল । গল্প করতে-করতে কখন তাঁরা পথ হারিয়ে ফেলেছেন । নিতাই ভয় পেয়েছে একটা আলো দেখে ।
নিতাই ভয় পাওয়া গলায় বলল, " ও ঠাকুর, ঐ দ্যাখো ! ওরে বাপ রে বাপ্ ! এবার বুঝি প্রাণটা গেল !" বিশু ঠাকুর একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন, নিতাইয়ের কথা শুনে চমকে মুখ তুলে তাকালেন । নিতাই আর কালু শেখকে নিয়ে তিনি মিশমিশে অন্ধকারের মধ্য দিয়ে হেঁটে আসছিলেন । বিকেলবেলা তিনি গিয়েছিলেন মল্লিকপুরের হাটে । ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল । গল্প করতে-করতে কখন তাঁরা পথ হারিয়ে ফেলেছেন । নিতাই ভয় পেয়েছে একটা আলো দেখে ।
বিশু ঠাকুর দেখলেন, মাঠের মধ্যে অনেক দূরে একটা সাদা আলো নিয়ে কে যেন লাফাচ্ছে । লন্ঠন বা মশালের আলো এরকম সাদা রঙের হয়না । বিশু ঠাকুর জিজ্ঞেস করলেন, " ওটা কী রে, নিতাই ?"
নিতাইয়ের তখন উত্তর দেবার ক্ষমতা নেই । তাঁর দাঁতে
দাঁতে ঠকঠক্ কোড়ে ষোবডো হচ্ছে আড় শে শেঈ অবস্থাতেই বলে যাচ্ছে " রাম-রাম-রাম-রাম-রাম..."
No comments:
Post a Comment