Friday, August 5, 2022

Pioneer Friendship By Various Authors Bengali PDF

 সেরা বন্ধুত্ব

A short story on two best friends
Pioneer Friendship

অনেক বছর আগের ঘটনা, একদিন এক চাষী তার বাড়ির উঠোনে বসে বিশ্রাম করছিলেন । এমন সময় তার একমাত্র ছেলে ছুটে আসে এবং বাবাকে খবর দিল যে রাস্তার ধারের পুকুরে একটি ছেলে ডুবে যাচ্ছে ।

শুনে চাষী তৎক্ষণাৎ পুকুরের কাছে গিয়ে পৌঁছন । গিয়ে দেখলেন যে তার ছেলের বয়সী একটি ছেলে জলে হাবুডুবু খাচ্ছে । পোশাক পরিচ্ছদ দেখে কোন শহরের ধনীর দুলাল বলে মনে হচ্ছে ।



সাথে বেশ কিছু বন্ধু বান্ধব থাকলেও তারা সাঁতার না জানায় পুকুর পাড়ে দাঁড়িয়ে বন্ধুর (চাষীর) সাহায্যের জন্য চিৎকার করছেন । চাষী আর একমুহূর্ত সময় নষ্ট না করে জলে ঝাঁপিয়ে পড়েন এবং ছেলেটিকে উদ্ধার করেন ।

এই ঘটনার দিন দুয়েক পর হঠাৎ একদিন গ্রামের পথে ধুলো উড়িয়ে এক ঘোড়ায় টানা সুসজ্জিত গাড়ি, আগু-পিছু অস্ত্রধারী অশ্বারোহী নিয়ে চাষীর বাড়ির সামনে এসে থামলো ।

এরপর গাড়ি থেকে যে ব্যক্তি নেমে এলেন তাঁর ব্যক্তিত্ব আর বেশভূষা অগাধ ঐশ্বর্যের পরিচয় বহন করে । চাষী কিছুটা ভয় পেয়েছিলেন বৈকি । কিন্তু সেই ব্যক্তির মুখের স্মিত হাসি চাষীকে কিছুটা আস্বস্ত করেন । তিনি মৃদু হেসে বললেন,

--- "আপনি সেই মহানুভব যিনি আমার একমাত্র ছেলের জীবন বাঁচিয়ে ছিলেন?" চাষী প্রত্যুত্তরে মৃদু হেসে বললেন,

--- "আজ্ঞে হ্যা ।" সেই ব্যক্তি এরপর গরিব চাষীর হাত ধরে অশ্রু সজল চোখে বললেন,

--- "আপনার ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না । তবু বলুন আমি আপনার জন্য কি করতে পারি?" চাষী প্রথমে কিছু নিতে রাজি হলেন না, শেষ-মেষ অনেক অনুরোধের পর রাজী হয়ে বললেন,

--- "দেখুন আমার সেই ক্ষমতা নেই যে আমার ছেলেকে ভালো স্কুলে পড়াই। তাই যদি আপনি ওর একটা ভালো স্কুলে পড়ার ব্যবস্থা করে দেন তাহলেই আমি চির কৃতজ্ঞ থাকবো আপনার কাছে ।" এই শুনে সেই ভদ্রলোক হেসে বললেন,

--- "ঠিক আছে এই যদি আপনার ইচ্ছা হয় তবে আজ থেকে আপনার ছেলে আমার ছেলের সাথে একসাথে পড়াশুনো করবে, এবং ওকে আমি আমার বাড়িতে রেখে পড়াবো ।"

এরপর অনেক বছর কেটে গেছে। চাষীর ছেলে আর ধনীর দুলালের বন্ধুত্ব সময়ের সাথে সাথে আরো গভীর হয়েছে । দুজনেই অত্যন্ত মেধাবী, যদিও দুজনের পছন্দ ছিল সম্পূর্ন আলাদা । ধনীর দুলালের আকর্ষণ রাজনীতি, আর তার বন্ধুর, অর্থাৎ চাষীর ছেলের পছন্দ চিকিৎসা বিজ্ঞান।

স্নাতক হবার পর একজন মন দেয় জীবাণু বিজ্ঞান (Micro Biology) নিয়ে গবেষণায়, আর একজন রাজনীতিতে । গবেষক বন্ধুর একের পর এক গবেষণা পত্র যখন সমগ্র চিকিৎসা দুনিয়ায় আলোড়ন ফেলছে । তখন আর এক বন্ধুর নেতৃত্ব দানের ক্ষমতা আকৃষ্ট করছে ইংল্যান্ডের যুব সমাজকে।

এর মধ্যে একবার সেই রাজনীতিবিদ বন্ধু এক গভীর অসুখে আক্রান্ত হয় । অনেক বড় বড় চিকিৎসক যখন ব্যর্থ হয় ফিরে যায়, তখন সেই গবেষক বন্ধু এগিয়ে আসে।

দিন রাত এক করে নিজের তৈরি ওষুধে চিকিৎসা করতে থাকেন বন্ধুর । এবং সম্পূর্ন সুস্থ করে তোলেন নিজের প্রাণাধিক প্রিয় বন্ধুকে । কারণ তাঁকে ছাড়া তো আধুনিক বিশ্বের ইতিহাস লেখাই অসম্পুর্ণ থাকতো ।

জানেন এই দুজন কে? সেই চাষীর ছেলে হলেন বিশ্ববন্দিত বিজ্ঞানী, পেনিলিসিলিনের আবিস্কারক স্যার আলেকজান্ডার ফ্লেমিং । আর তাঁর রাজনীতিবিদ বন্ধুটি হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।


Read or collect the PDF 



No comments:

Post a Comment