Wednesday, November 11, 2020

Shubhro Ki Korcho 4

 শুভ্র কি করছ 4 ?

অরিন্দম ঘোষাল 

Suvhro Ki Korcho

চার নম্বর বাড়ির কথা আমি শুনেছিলাম বাবার কাছে বাবা সেই ঘটনা আমাকে বলে গেছেন নারকেল ডাঙ্গা মেন রোড, গৌরীশঙ্কর ঘোষাল লেন বাবা সেদিন চার নম্বর বাড়ির ছাদে ঘুমিয়ে পড়েছিল আমার ঠাকুরমা, উমাশশী দেবী, বাবাকে  নিষেধ করার পর বাবা শোনেনি রাত তিনটে প্রায় এক অদ্ভুত মূর্তি দেখা গেল । বাবা চমকে উঠল । পিঠে তিনটে লাঠি নিয়ে এক গোরিলার মতো জন্তু । বাবা নিচের ঘরে নেবে এল । পরের দিন দুপুর বেলা । বাবা বারান্দায় খেলা করছিল । একটা তালগাছ ছিল সামনে । বাবা দেখল গাছ থেকে ধোঁয়া বের হচ্ছে । গাছের মাথায় একজন লাল শাড়ী পরে মহিলা বসে আছে । বাবাকে ডাকছে আয়, আয় No comments:

Post a Comment