গঙ্গা তান্ত্রিকের অলৌকিক গল্প (তৃতীয় খন্ড)
লেখক-আশিস বসু
সম্পাদনা-অরিন্দম ঘোষাল
![]() |
Ganga Tantrik Part 3 |
Ganga Tantriker Aloukik Golpo Part 3 by Asish Basu is the third book of the Ganga Tantrik series books. Among the readers, these new horror stories are gaining a lot of attraction. You can also collect the other parts of this book from the description given below. This is one of my favorite books and I hope that you all will enjoy this book a lot.
About the story line of Ganga Tantriker Aloukik Golpo at a glance:
রিনি আর সৌগত দুজনেই ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে। তারা কলেজে পড়ার সময় নানা ঐতিহাসিক স্থানে ঘুরেছে । তাদের একটা দল আছে । তারা যখন ইতিহাস নিয়ে পড়াশুনা করত তখন তাদের সঙ্গে পড়ত অনিমেশ, অরিন্দম, শুভম,মইদুল, সুরাইয়া, লাবণী আর চন্দ্রিমা । এখন তারা সকলেই বিভিন্ন কাজের সাথে যুক্ত । তারা তদের সহপাঠীদের পছন্দ করে বিয়ে করেছে । যেমন অনিমেষ বিয়ে করেছে লাবণীকে । অরিন্দম চন্দ্রিমাকে । মইদুল সুরাইয়াকে আর সৌগত রিমিকে । শুভম বেচারী পছন্দ করেছিল মৌমিতাকে । মৌমিতা হঠাৎ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায় । মৃত্যু শয্যায় শুভম মৌমিতার সিঁথিতে সিঁদুর দিয়ে বলেছিল সে জীবনে আর কাউকেই জীবনসঙ্গী করবে না তাই সে আজও হাসি মুখে অকৃতদার তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে । তবে তার নেতৃত্বে সব বন্ধুদের তাদের বৌদের নিয়ে মাসে একবার হাজির থাকতে হয় শুভমদের বিশাল বাড়িতে । সৌগত আর রিমি এখন কলেজে অধ্যাপনা করে। কয়েক মাস হলো তাদের বিয়ে হয়েছে । এখন তাদের চলছে হানিমুন পরিকল্পনা ।
ডেভিড সাহেবের বাড়ী কাজটা পেয়ে গেল ইন্দিরা । খুব দুরবস্থা চলছিল কয়েক মাস ধরে । কথায় আছে ভাগ্য যখন খারাপ হয় তখন চতুর্দিক থেকে বিপদ এসে হাজির হয় । অনেক পয়সা খরচা করে বিয়ে হয়েছিল ইন্দিরার । বর দেখতে শুনতে ভাল । ইন্দিরাদের অবস্থা খুব একটা খারাপ ছিল না । সে বাবার একমাত্র মেয়ে । বাবার সরকারী চাকরী । তিনজনে মিলে ভালই ছিল তারা । ইন্দিরা গ্রাজুয়েট । দেখতে শুনতে খারাপ না । শরীরের গঠন দেখার মত । তাই উত্তর কোলকাতার বনেদী ঘরে যখন তার বিয়ে ঠিক হোল তখন সে একটু আনন্দই পেয়েছিল । তাদের ব্যবসা । বাড়ীর সকলে দেখাশুনা করে । তার স্বামী নাকি দুপুরের দিকে গদিতে যায় । বিয়ে হয়ে ইন্দিরা শর্মা শ্বশুর বাড়ী গিয়ে দেখল যে তাদের যে ব্যবসা আছে সেটা ঠিকই আছে কিন্তু তার স্বামী কুঁড়ের অধম । দুপুর পর্যন্ত ঘুমায় । তারপর গদিতে যায় । সন্ধ্যে বেলায় ললিতা বলে একটা মেয়ের কাছে যায় । মাঝ রাতে টলতে টলতে ফিরে এসে ঘুমিয়ে পড়ে.......তারপর???
If you want to know that what happened till the climax, read Ganga Tantriker Aloukik Golpo containing 3 awesome short horror stories.
Read Or Collect The PDF From Here
No comments:
Post a Comment