Monday, April 13, 2020

Blogging Tutorial In Bengali Part 1 By Arindam Ghosal PDF

The Ultimate Bengali Blogger

( বাংলা ভাষায় ব্লগিং শিখুন-পার্ট ১ )


Blogging Tutorial In Bengali Language PDF
The Ultimate Bengali Blogger


ব্লগিং ( Blogging ) আজকের পৃথিবীতে একটি জনপ্রিয় বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেকে এটা শখে করে থাকেন কিন্তু অনেকে এটা পার্ট-টাইম বা ফুল টাইম আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছেন এবং এটা আপনারা, যারা আমার ব্লগ পড়ছেন, তাঁরাও ব্লগিং করে আয় করতে পারেন




পরিসংখ্যান বলছে সারা পৃথিবীতে ১৭০ কোটি ওয়েবসাইটের মধ্যে ৫০ কোটিরও বেশি হল ব্লগিং ওয়েবসাইট যা প্রত্যেক মিনিটে বেড়ে চলেছে যারা নতুন ব্লগিং ওয়েবসাইট বানাবেন ঠিক করেছেন বা বানিয়ে ফেলেছেন বিশেষত তাদের জন্যে এই ব্লগিং সম্পর্কে কিছু তথ্য শেয়ার করছি  

ব্লগিংয়ের বিষয়বস্তু বা সাবজেক্ট, যা ইংরেজিতে বলা হয় 'Blog Niche'- এই ফ্যাক্টরটি সবচাইতে গুরুত্বপূর্ণ
একজন মানুষের পক্ষে পৃথিবীর সমস্ত সাবজেক্ট সম্বন্ধে জ্ঞান বা আগ্রহ থাকা সম্ভব নয়, আর আগ্রহ না থাকলে সেই বিষয়ে জ্ঞান অর্জন করাও সম্ভব নয়, যেমন, কারোর যদি কম্পিউটারের প্রতি আগ্রহ থাকে তো তাঁর কম্পিউটার সম্পর্কে কিছু জ্ঞান থাকবে এটাই স্বাভাবিক, যদি বাগান করবার আগ্রহ থাকে তাঁর বাগান সম্পর্কে কিছু জ্ঞান থাকা স্বাভাবিক, এরকম প্রচুর বিষয় আছে যা নিয়ে ব্লগ বানান সম্ভব

কিন্তু মনে রাখতে হবে আপনার আগ্রহ বা জ্ঞান যে বিষয়ের ওপর নিবদ্ধ, সেই বিষয়ের ওপর ব্লগ তৈরি করাটাই আপনার পক্ষে সমীচীন
কিছু জনপ্রিয় ব্লগ সাবজেক্টের ( Blog Niche ) লিস্ট দিচ্ছি যেখান থেকে আপনি আপনার পছন্দমতো বিষয় বেছে নিতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন  
"যে বিষয়ে আপনার কোন আগ্রহ নেই সেই বিষয়ের ওপর ব্লগ বানাতে যাবেন না"


) স্বাস্থ্য এবং ফিটনেস ব্লগিং ( Health and Fitness Blogging )

এখানে আপনি ওজন কমানো সম্পর্কিত তথ্য, ডায়েটিং ( Dieting ) সম্পর্কিত তথ্য, পুষ্টিকর খাওয়া-দাওয়া সম্পর্কিত তথ্য, কিছু ব্যায়াম সম্পর্কিত তথ্যের ওপর ব্লগ বানাতে পারেন


) ফ্যাশন ব্লগিং ( Fashion Blogging )

এতে আপনি রুপচর্চা, মেক- আপ, বিভিন্ন বিউটি প্রোডাক্ট ইত্যাদি নিয়ে ব্লগিং করতে পারেন


) ঘরে বসে আয় বা ইন্টারনেটের মাধ্যমে আয় ব্লগিং ( Make money from home/Make money online Blogging )

আপনার যদি এই বিষয়ের ওপর দক্ষতা থাকে তাহলে এই বিষয়ের ব্লগ হল পৃথিবীর জনপ্রিয়তম ব্লগগুলির অন্যতম


) ফটোগ্রাফি ব্লগিং ( Photography Blogging )

যদি আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে আপনি আপনার সেরা ছবিগুলি দিয়ে ব্লগ বানাতে পারেন এবং আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা সবাইকে শেয়ার করতে পারেন বা শেখাতেও পারেন এটিও একটি জনপ্রিয় ব্লগিং সাবজেক্ট বা টপিক


) ইলেকট্রনিক্স ( Electronics Blogging )

আজকে আমরা ইলেকট্রনিক্স সরঞ্জাম ছাড়া এক-পা চলতে পারিনা, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, রেফ্রিজারেটর, প্রিন্টার, মিক্সার মেশিন, এয়ার কন্ডিশনার, ইত্যাদি কোন প্রোডাক্টটি বাজারে নতুন বেরিয়েছে, কোনটা বেশি ভালো, কোনটা বেশিদিন সার্ভিস দেবে এবং এগুলি সম্পর্কে মানুষের মতামত বা রিভিউ ( Review ).


) সেলিব্রিটি এবং বিনোদন ( Celebrity and Entertainment Blogging )

সেলিব্রিটি শব্দটিকে আমরা সহজ বাংলায় বলতে পারি 'বিখ্যাত ব্যক্তি', এঁদের সম্পর্কে জানবার আগ্রহ মানুষের চিরকালের, তাই এঁদের সম্পর্কিত তথ্য যেমন এঁরা কোথায় বেড়াতে যাচ্ছেন, কোন বিখ্যাত অভিনেতা বা অভিনেত্রীর নতুন সিনেমা রিলিজ হচ্ছে, কোন টিভি চ্যানেলে ওনারা কি সাক্ষাৎকার দিলেন, সোশ্যাল মিডিয়াতে ( ফেসবুক, টুইটার ইত্যাদি) কি ধরনের উক্তি করলেন এই নিয়ে একটি জনপ্রিয় ব্লগ তৈরি করা সম্ভব


) ভ্রমণ সম্পর্কিত ব্লগ ( Travel Blogging )

এখানে আপনি বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে মানুষকে তথ্য দিতে পারেন, সেখানে যাবার পদ্ধতি যেমন ট্রেন বাস বা এরোপ্লেন সম্পর্কিত তথ্য, সেই স্থানের ভালো হোটেল সম্পর্কিত তথ্য ইত্যাদি দিতে পারেন


) ইউটিউব ব্লগিং ( Youtube Blogging )

ইন্টারনেট ব্যবহার করেন অথচ ইউটিউবের নাম শোনেননি এরকম মানুষ আজকে পাওয়া দুস্কর, এখানে প্রচুর সুযোগ আছে আপনার প্রতিভাকে পৃথিবীর সামনে তুলে ধরার, আপনার নিজের বানানো ভিডিও বা গান, কোন অজানা তথ্য সম্পর্কিত তথ্যের ভিডিও এখানে আপনি তুলে ধরতে পারেন যা আপনার কেরিয়ারের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে
পরিসংখ্যান বলছে এই চ্যানেলটিতে প্রতি মাসে প্রায় ২৫০০ কোটি বা তার বেশিও ভিজিট ( দর্শন ) হয়ে থাকে


) খেলাধূলা সম্পর্কিত ব্লগিং ( Sports Blogging )

খেলাধূলা পছন্দ করেননা এরকম মানুষ খুব কম আছেন এই জগতে, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হকি, টেনিস এবং বিখ্যাত খেলোয়াড়দের সম্পর্কিত তথ্য নিয়ে আপনি যদি আকর্ষনীয় ব্লগ লিখতে পারেন তাহলে আপনিও খুব অল্প দিনের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে যেতে পারেন


১০) সংবাদ রাজনীতি সম্পর্কিত ব্লগ ( News and Politics blogging )

সংবাদ রাজনীতি, এই দুটি বিষয়ের ক্ষেত্রই বিশাল, এখানে সবসময়য়ই নতুন নতুন খবর বিভিন্ন মাধ্যমের তরফ থেকে আপডেট হতেই থাকে তাই এটি একটি জনপ্রিয়তম বিষয় যা নিয়ে মানুষের প্রচুর আগ্রহ তাই এই ধরনের ব্লগগুলির দর্শক সংখ্যা বা ভিজিটর অনেক বেশি থাকে এবং এখান থেকে আপনার যথেষ্ট আয়েরও সম্ভাবনাও থাকে


বিশেষ দ্রষ্টব্য - এই টিউটোরিয়ালের পরবর্তী সংখ্যাগুলি একে-একে প্রকাশিত হবে এবং এর পিডিএফ ( PDF ) ফাইলটি আপনি সংগ্রহ করে নিতে পারেন অফলাইনে পড়বার জন্যে যদি কিছু জিজ্ঞাস্য থাকে তাহলে কমেন্ট বক্সে পোস্ট করতে পারেন


           Read Or Collect The PDF From Here           




2 comments:

  1. অনেক কিছু শিখতে পারলাম পরে

    ReplyDelete
  2. I learned a lot about Bengali language blogs

    ReplyDelete